মৌলভীবাজার জেলার বিভিন্ন হাওরে বিল সেঁচে মাছ ধরা হচ্ছে। এতে ছোট-বড় মাছের বংশবিস্তার এবং জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। বিল সেঁচে মাছ ধরা নিষিদ্ধ হলেও অনেকেই তা মানছেন না। বিষয়টি নিয়ে মৎস্য বিভাগের জেলা সমন্বয় সভাতেও আলোচনা হয়েছে। হাইল হাওরের একটি বিলে সেচ দেওয়ার সময় ৪ ফেব্রুয়ারি সেচযন্ত্র জব্দ করে মৎস্য বিভাগ। সেচ দিয়ে মাছ ধরায় বাধা দেওয়ার ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তাকে বদলির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে,...

